দীর্ঘ ৬ মাস পর বিডি ক্লিন দীঘিনালা’র সদস্য সম্মেলন
- Update Time :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
-
৪৯
Time View
(মোঃ মহাসিন মিয়া, খাগড়াছড়ি সংবাদদাতা ৮৩৬)
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণরোধে দীর্ঘ ৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল ধরনের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনগুলো।
তারই সাথে বন্ধ ছিলো ২০১৬ সাল থেকে পরিছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করা সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর কার্যক্রম। দীর্ঘ বিরতির পর স্বাভাবিক ভাবে চলতে শুরু করেছে দেশের সকল কার্যক্রম।
তারই সাথে পরিছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বিডি ক্লিন করোনা কালের অন্তিম মূহুত্ব কাটিয়ে আবার স্বপ্ন পূরণের লক্ষ্যে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কার্যক্রম শুরুর সিদ্ধান্ত অনুযায়ী আজ দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজের মাঠে বিডি ক্লিন দীঘিনালা টিম’র বৃহৎ আলোচনার জন্য সদস্য সম্মেলন এর আয়োজন করা হয়।
সদস্য সম্মেলনে উপস্থিতি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিডি ক্লিন এর (উপ-আইটি মিডিয়া) সমন্বয় ও জেলা (লজিস্টিক) সমন্বয়কসহ দীঘিনালা উপজেলা বিডি ক্লিনের সমন্বয়ক ও সদস্যরা। সমন্বয়ক সম্মেলনে দায়িত্ব প্রাপ্তদের বিষয় ভিত্তিক দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। উক্ত সম্মেলনের মধ্যে দিয়ে আবারো শুরু হতে যাচ্ছে বিডি ক্লিনের পরিছন্নতার কার্যক্রম।
Please Share This Post in Your Social Media